সরকারের পতন ঘটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৮ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৫২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, জিয়াউর রহমানকে নিয়ে আজকে যারা কটুক্তি করে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বার্তা বলেন তারা জানেন না দেশের জন্য তিনি যে অবদান রেখে গেছেন তা কখনই মানুষ মন থেকে মুছে ফেলতে পারবে না। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জিয়াউর রহমান প্রবর্তিত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি আরো বলেন, জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে বার বার দেশের মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে কৃষি বিপ্লবের শুভ সূচনা করে ছিলেন জিয়াউর রহমান। সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করে ছিলেন। তিনিই সর্ব প্রথম কৃষিতে আধুনিক যন্ত্রপাতি আনাসহ সে সময় এক ফসলের দেশকে তিন ফসলের দেশে রুপান্তরিত করে ছিলেন। তিনি আগামী দিনে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে বিএনপিসহ সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথে প্রস্তুত থাকার আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেছেন।
আজ দুপুরে এ উপলক্ষ্যে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, শহিদুল হক খান দুলালসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার পরিবার, দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।