নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে : সহিদ-উন-নবী সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪০ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৯:৫৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
১০দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বগুড়ার সারিয়াকান্দি বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারিয়াকান্দি মাদ্রাসা মোড়ে সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ সভাপতিত্বে করেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি নূরে আযম বাবু। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী-সালাম।
তিনি বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সহ বিদ্যুতের দাম কমাতে হবে। বিএনপি নেতাদের হামলা মামলা দিয়ে চলমান এ আন্দোলন কে দাবিয়ে রাখা যাবে না। রাখা। সরকার পতন আন্দোলনের অংশ হিসেবে সারাদেশে যুগপৎ আন্দোলন চলছে।
সমাবেশে আরো বক্তব্য সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদাত হোসেন সানি, রাখেন বগুড়া শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুজন,সদস্য সচিব আদিল শাহরিয়ার গোকি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরা, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম,সারিয়াকান্দি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পাঞ্জাব, সোহেল রানা, উপজেলা যুবদল নেতা মহিদুল ইসলাম মুন্সি,তারাজুল ইসলাম ধনি, উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ।