তারেক রহমানের নেতৃত্বে সরকার পতনে বিএনপি রাজপথের আন্দোলনে আছে, থাকবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৫২ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের যতদিন পর্যন্ত পতন না হবে ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এই সরকার দেউলিয়া হয়ে গেছে। বিনা ভোটের সরকারের পায়ের নিচে মাটি নেই বুঝতে পেরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা, গুম খুন করে যাচ্ছে। সরকার গ্রেফতার, গুম, খুন, হত্যা করে আর হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।
আজ সোমবার (১৬ জানুয়ারি) তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে এই অবৈধ সরকার যদি জুলুম করে ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে আগামী দিনে আমাদের যদি শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তার পরেও আন্দোলন করে ক্ষমতার মসনত থেকে শেখ হাসিনার সরকারকে টেনে হেচড়ে পদত্যাগে বাধ্য করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগনকে সাথে নিয়ে সরকার পতনে বিএনপি রাজপথের আন্দোলনে আছে- থাকবে।
আজ দুপুরে বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম কমানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দয়াময়ী মোড় থেকে জামালপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে গিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
জেলা বিএনপির সহসভাপতি সফিউর রহমান সফির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী, সিনিয়র সহসাধারন সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজিব খান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমূখ।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। ক্ষমতায় যাওয়ার আগে সাধারণ মানুষকে কথা দিয়ে ছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, বিনামূল্যে সার দিবে। আজ চাল ও সার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মানুষের চরম দুর্ভোগ, দেশের মানুষ আজ নিরাপদে নেই, সারাদেশে লুটপাট,ধর্ষণ, খুন, গুম, অত্যাচার, নির্যাতন বেড়েই চলেছে। সরকার পতনে বিএনপিসহ সাধারন জনগনকে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহবান জানান।