ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৯ পিএম, ১৬ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:১৯ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, অনাচার ও জনগনের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ১০ দফা এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃহারুনুররশিদ এরপক্ষ থেকে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৬ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরের চাঁদপুর-রায়পুর প্রধান সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড সংলগ্ন ব্রাক অফিসের সামনে এসে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারীর সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, অগণতান্ত্রিক ও গণবিরোধী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, অনাচার ও জনগনের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার ১০ দফা এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন যে নির্দেশনা দিবেন ফরিদগঞ্জে আমরা বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃহারুনুররশিদ এর পক্ষ থেকে সকল কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করিব। তিনি উপস্থিত নেতাকর্মীদের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পৌরবিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিল্লাল কোম্পানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়রযুগ্ম আহবায়ব ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম মাহমুদ রাড়ী, সাধারন সম্পাদক হারুনুর রশিদ পাঠান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, পেয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেকযুগ্ম আহবায়ক আব্দুলকাদির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মনির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আখন্দ সুজন, মহসিনকারী, ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম, জাকির হোসেন, আসাদুজ্জামান খান কালু, আব্দুল জলিল, কামাল হোসেন, সৈয়দ আহমেদ,নাছির মেম্বার প্রমুখ।