তারেক রহমান ও ডা: জুবাইদার সম্পত্তি ক্রোকের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪০ পিএম, ৬ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৫:২১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের নির্দেশের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে বগুড়া জেলার বিএনপি উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা বলেন, 'দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। শহীদ জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার। আর খালেদা জিয়া দেশের গণতন্ত্রকে রক্ষায় আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। স্বৈরাচারী শাসনের হাত থেকে দেশকে রক্ষা করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু আজ সেই গণতন্ত্র ফ্যাসিবাদের কবলে। এবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার লড়াই করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এতেই এই অবৈধ সরকার ভীত হয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তবে কোনো লাভ হবে না। জনতা এবার রাজপথে নেমেছে। যুগপৎ আন্দোলনে ভয় পেয়ে সরকার দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আদালতের মাধ্যমে একটি মিথ্যা মামলায় দেশনায়ক তারেক রহমান ও তার স্ত্রী ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে হীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের সম্পত্তি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ। সম্পত্তি ক্রোক করে মামলা দিয়ে কোনো লাভ হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলার বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল কাদির এনাম, জেলা যুবদলের আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদেম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ সুজন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল ইসলাম শাওন, সদস্য সচিব হোসেন আলী সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।