সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে গ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন করছে : মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৪ পিএম, ২ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:০৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিনা ভোটের সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিকল্পিতভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে, হামলা, মামলা, গুম খুন করে বিরোধী দলের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। সাধারণ মানুষ আজ ন্যায্য বিচার থেকে বঞ্চিত। আজ দেশের মানুষের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুরে শহরের বাইপাস মোড় থেকে একটি বিশাল বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি আবুল মনসুরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল হক খান দুলাল, আহসানুজ্জামান রুমেল, জেলা ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন, আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে সাধারণ মানুষ, ব্যবসায়ী তারা আজ নি:স্ব, অসহায়, পঙ্গু হয়ে পড়েছে। অন্য দিকে লুটপাটের মধ্য দিয়ে সরকারের এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছে। সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, হত্যা, গুম, খুন, জুলুম নির্যাতন করে জনগণের মুক্তির আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না। রাজপথে বুকের তাজা রক্ত দিয়ে হলেও সাধারণ মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্রু ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপির সাথে ছাত্রদলসহ সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে থাকার আহ্বান জানান।