'পদত্যাগ না করলে গণভবন থেকে জনগণ বের করে নিয়ে আসবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:২৪ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ৩০ তারিখে ঢাকার গণমিছিল থেকে লাখো জনতার সামনে তারেক রহমান যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবেন। কর্মসূচি ঘোষণার পর শেখ হাসিনা পদত্যাগ করে তো ভালো, না হলে জনগণ তাকে গণভবন থেকে বের করে নিয়ে আসবে। যারা মন্ত্রী হয়ে সচিবালয়ে বসে আছে তাদেরকে জনগণ বের করে নিয়ে আসবে।
তিনি বলেন, আমরা সহনশীলতা ও ধৈর্য্যের পরিচয় দিচ্ছি। তারেক রহমান সহনশীলতার পরিচয় দিয়েছেন। তাদের সুযোগ দিয়েছেন। এতে শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হলে দ্রুত পদত্যাগ করবেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তা যদি না হয় তাহলে আমাদের ১০ দফর প্রথম দফা শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, মন্ত্রিপরিষদ ভেঙে দিতে হবে, নির্বাচনকালীন অন্তবর্তীকালীন সরকার গঠন করে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া মুক্ত হবে।
আজ শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলহাজ্ব মোশারফ হোসেন, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, হামিদুল হক চৌধুরী হিরুসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। পরে গণমিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।