অবৈধ, ফ্যাসিস্ট, দখলদার, অনির্বাচিত ও নির্যাতনকারী সকরকারকে বিদায় নিতে হবে : আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৫ পিএম, ২৪ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে বরিশাল বিএনপি। মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশ শেষে গণমিছিল করেন তারা।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ওই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে-অবৈধ, ফ্যাসিস্ট, দখলদার, অনির্বাচিত ও নির্যাতনকারী সকরকারকে বিদায় নিতে হবে। বাংলাদেশের মানুষের একটাই দাবি-এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা পতন করা। বাংলাদেশের মানুষ তার মালিকানা, ভোটাধিকার, আইনের শাসন, ভোটাধিকার এবং জীবনের নিরাপত্তা ফিরে পেতে চায়।’
খসরু আরও বলেন, ‘এইবার আর ভোট চুরি করতে দেয়া যাবে না। ভোট চোরদের হাতেনাতে ধরতে হবে। ভোট চোর হাতেনাতে ধরে নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায় যাদের জবাবদিহিতা থাকবে।’
বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন এবং কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশের আয়োজন করে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
সমাবেশ শুরুর দিকে গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু ও মহানগর বিএনপি’র সদস্য জুলহাস উদ্দিন মাসুদ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় নেতারা উভয় পক্ষকে শান্ত করেন।
পরে খসরুর নেতৃত্বে সদর রোড থেকে গণমিছিলটি নগরীর ফজলুল হক এভিনিউ, চকবাজার, বাজার রোড, বাকলা, নাজিরের পোল হয়ে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিএনপি মিডিয়া সেল প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, এবায়দুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।