আলোচনায় নতুন জোট ‘নাগরিক মঞ্চ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৩ এএম, ১৬ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৪৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
১১টি দলের সমন্বয়ে গঠিত হচ্ছে নতুন রাজনৈতিক জোট ‘নাগরিক মঞ্চ’। আগামী ২০শে ডিসেম্বরের মধ্যে মঞ্চটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে। ইতিমধ্যে দলগুলো চেষ্টায় একাধিকবার বৈঠক করেছেন। তবে আত্মপ্রকাশের আগে নাগরিক মঞ্চের বিষয়ে মুখ খুলছেন না অনেকেই।
সূত্র জানায়, ১১টি দলের মধ্যে নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে ৩টি দলের। অন্য ৮টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে। মঞ্চটি আত্মপ্রকাশের দিনই নতুন কর্মসূচি ঘোষণা করবে। যুগপৎ আন্দোলনের লক্ষ্যে বিএনপি’র ঘোষিত ১০ দফার প্রতি সংহতি প্রকাশ করে তারা।
বিএনপি’র সঙ্গে সরকার পতন আন্দোলনে মাঠে নামবে ‘নাগরিক মঞ্চ’।
সূত্র জানায়, বিএনপি’র হাইকমান্ড ও শীর্ষনেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন ‘নাগরিক মঞ্চে’র নেতারা। বিএনপি থেকে ইতিবাচক বার্তা পেয়েছেন তারা।
এখন শুধু আত্মপ্রকাশের অপেক্ষায়। আলোচনায় আছে- নতুন এই জোটে থাকতে পারে বাংলাদেশ মুসলিম লীগ (সুজা), বাংলাদেশ জাতীয় পার্টি (মুকিত), এনডিএম, দেশপ্রেমিক নাগরিক পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, ফেডারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ আযাদী লীগ, বাংলাদেশ আইডিয়েল পার্টি। এ ছাড়া আরও ২টি দল নিয়ে আলোচনা রয়েছে।
বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন মানবজমিনকে বলেন, আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আরও নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। ১১ দলের সমন্বয়ে নাগরিক মঞ্চ গঠন করা হবে। ২০শে ডিসেম্বরের আগেই এ নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবো। কর্মসূচি ঘোষণা করবো।
নাগরিক মঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে আরও ২টি দল। তারা হলেন, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মুফাসসির অধ্যাপক বাজলুর রহমান আমিনী।
ইসি’র নিবন্ধনকৃত বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান ও সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা সুজা গণমাধ্যমকে বলেন, নাগরিক মঞ্চ গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমরা এখনো পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। বাংলাদেশ জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ডা. এম এ মুকিত বলেন, কয়েক দলের সঙ্গে জোটের বিষয়ে কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। বিএনপি সমমনা দলগুলোকে যুগপৎ আন্দোলনে রাজপথে সক্রিয় রাখতে যে চেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবেই নতুন এই জোট হচ্ছে।
গত বুধবার নাগরিক মঞ্চের উদ্যোক্তা চারটি দলের নেতারা বিএনপি’র ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। তারা হলেন- বাংলাদেশ মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, মহাসচিব মো. শওকত হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মুফাসসির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন।