শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৪ পিএম, ১২ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:২৭ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ সোমবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর বুধবার সকাল ৮ টায় : নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। একই দিনে বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর প্রতি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি সফল করার আহবান জানানো হয়েছে।
শহীদ মিল্লাতের বাসায় ইকবাল হাসান মাহমুদ টুকু : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ গতকাল দুপুরে ওয়ারীতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত বংশাল থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল মাহমুদ মিজুর বাবা শহীদ মিল্লাত হোসেনের শোক সন্তুপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় তিনি শহীদ মিল্লাত হোসেনের স্ত্রী ও অন্যান্য স্বজনদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি এই ন্যক্কারজনক হামলা ও নৃশংস হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর আওয়ামী সন্ত্রাসীরা ওয়ারীতে বংশাল থানা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল মাহমুদ মিজুকে হত্যার উদ্দেশ্যে তার ওয়ারীস্থ বাসভবনে সশস্ত্র হামলা চালায়। সন্ত্রাসীরা যুবদল নেতা মিজুকে না পেয়ে তার পিতা মিল্লাত হোসেনের উপর আক্রমণ করলে সেখানেই তার মৃত্যু হয়।
বিএনপি কার্যালয় পরিদর্শনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ : গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন। এসময় বাম গণতান্ত্রিক ঐক্যের নেতা বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপির আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির মহাসচিব হারুন আল-রশিদ খান উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পরিদর্শনে গেলে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাদেরকে স্বাগত জানান। তারা ঘুরে ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে ৭ ডিসেম্বর পুলিশের নারকীয় তান্ডব অবলোকন করেন। তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপির নেতৃবৃন্দ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করেন এবং সমন্বিত আন্দোলনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এ সময় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।