কিশোরগঞ্জ জেলা বিএনপির ৮০ নেতা-কর্মীর আগাম জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৩ পিএম, ১১ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:৪৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ৫ টি উপজেলায় দায়েরকৃত মামলার আসামী বিএনপির ৮০ নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
আজ রবিবার (১১ ডিসেম্বর) বিকালে বিচারপতি মোঃ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ আমিনুল ইসলামের যৌথ বেঞ্চ জামিন মঞ্জুরের এ আদেশ প্রদান করেন।
জামিনপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে সদর উপজেলার ১৪ জন, কুলিয়ারচর উপজেলার ২০ জন, পাকুন্দিয়া উপজেলার ১৯ জন, হোসেনপুর উপজেলার ১৪ জন এবং করিমগঞ্জ উপজেলার ১৩ জন নেতা-কর্মী রয়েছেন। আসামীদের পক্ষে অ্যাডভোকেট ফজলুর রহমান ও অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা জামিন আবেদনের শুনানী করেন।
পাঁচটি মামলার সবকটিকেই গায়েবী দাবী করে জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম জানান, ঢাকার বিভাগীয় সমাবেশকে বানচাল করতেই মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়ের করা হয়েছে।
তাঁর দেয়া তথ্য মতে জামিন প্রাপ্ত নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও ফেরদৌস আহমেদ নেভিন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান ও কামাল উদ্দিন, পাকুন্দিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, হোসেনপুর উপজেলা যুবদলের আহবায়ক সাফায়েতুল ইসলাম সম্রাট, করিমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তুহিন ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন খান পল্টু, কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ সভাপতি ইসমাইল খান, রামদি ইউনিয়ন বিএনপির সভাপতি মজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাফিউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামজাদ হোসেন শাহিন ও আব্দুল আওয়াল তালুকদার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সহ সভাপতি সায়েদ সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ রাব্বানী তৌকি, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম নিশাত এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ শাওন বাবু।