বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার ও গণআতঙ্ক সৃষ্টি করায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৩ পিএম, ৯ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:১৩ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শত শত নেতৃবৃন্দকে গ্রেফতার সরকারের বেসামাল নার্ভাসনেসের বহিঃপ্রকাশ। অনতিবিলম্বে সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি। সমাবেশকে ঘিরে যেকোনো সহিংসতার দায়-দায়িত্ব সরকার ও সরকারি দলের উপরই বর্তাবে। আগামীকাল সমাবেশকে সামনে রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেফতার ও গণআতঙ্ক সৃষ্টি করায় প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, বিএনপির ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে গত ৭ ডিসেম্বর তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, গুলি, মানুষ হত্যা, বোমা নাটক, দুদিন ধরে কার্যালয়ে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার অজুহাতে ঘিরে রাখা এবং গত রাত ৩টার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের নামে তুলে নিয়ে পরে গ্রেফতার দেখানোর ঘটনার তীব্র নিন্দানীয়।
তিনি আরো বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে সরকার ও সরকার দলীয় শীর্ষ নেতৃবৃন্দের অহেতুক উস্কানী ও আতঙ্ক সৃষ্টি করা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও নার্ভাসনেসের বহিঃপ্রকাশ মাত্র।
সাম্প্রতিক বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধীদলের কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রায় জনজোয়ারে পরিণত হওয়ায় ভোটারবিহীন ফ্যাসিবাদী ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সেজন্য ঢাকায় সমাবেশকে বাঁধা দেওয়ায় যা যা করণীয় ন্যাক্কারজনক ভাবে পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কর্মসূচি ভন্ডুলের তৎপরতা অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, অনতিবিলম্বে মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ গত কয়েকদিনে গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি এবং ঢাকায় সমাবেশকে বাধাগ্রস্ত করার অপতৎপরতা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
অন্যথায় সরকারের নীতি-নির্ধারকদের দায়িত্বহীন ও উস্কানীমূলক বক্তব্যের জন্য আগামীকাল যদি কোনো অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয় তার দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।
তিনি আগামীকালকের এই সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।