বাসা ঘেরাও করে রাখার অভিযোগ মির্জা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২২ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১০:০০ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আজ সোমবার সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বাসায় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল।
তিনি বলেন, পুলিশি ঘেরাওয়ের সময় আতঙ্কিত হয়ে পড়েন আমাদের নেতাকর্মীরা। আতঙ্কে অনেকে বাসা থেকে বেরিয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেয়া হয়।
মির্জা আব্বাস বলেন, বাসা ঘেরাও করে ১০ই ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না। বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি, আমার বাসা ঘেরাও সবই একইসূত্রে গাঁথা। সমাবেশ বানচাল করতে ভয় পেয়ে সরকার এসব করছে।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে। নিজের বাসার মধ্যে কর্মী সভা করতে দিচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিজ বাসায় নিরাপদবোধ করছি না বলেও জানান তিনি।