কেন্দ্রীয় যুবদল নেতাদের গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিক্ষোভ সমাবেশে পুলিশের বাঁধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১০:২৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীর বিএনপির গণ সমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে আটক করে পুলিশ। নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে খাগড়াছড়ি জেলা যুবদল। এসময় বিক্ষোভকারিদের বাঁধা দেয় পুলিশ।
আজ রোববার (০৪ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নয়ন কে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবদল। কলাবাগান মিল্লাত চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে ভাঙ্গাব্রীজ পুলিশের বাধার মুখে পড়ে, সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করে জেলা যুবদল।
আন্দোলন সংগ্রামের অগ্রসেনা যুবদলের সভাপতি টুকু, সহ সভাপতি নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভাপতির বক্তব্যে মাহাবুব আলম সবুজ বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে ১০ ডিসেম্বর মহাসমাবেশ বানচালের জন্য। নেতৃবৃন্দকে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোশররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, খগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি নাসির শিকদার, সহ সভাপতি আমির খান, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম, সদর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলা, পৌর ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।