ময়মনসিংহ আ'লীগের সম্মেলনে কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা, চেয়ার ভাংচুর !
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১২ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:৩৫ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষনার পর বিশৃঙ্খলা ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের ভেতরে ও বাইরে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষনার পর এই ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সম্মেলন শেষে অতি উৎসাহী কিছু লোক সম্মেলন স্থলের কয়েকটি চেয়ার ভাংচুর করে বিশৃঙ্খলা করেছে। তবে এ ঘটনায় দলীয় কোন কোন্দল নেই বলে জানিয়েছেন নেতাকর্মীরা। ঘটনাটি খতিয়ে দেখা হবে।
জানা যায়, র্দীঘ ৬ বছর পর উৎসবমুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা হয়েছে।
নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি এহতেশামুল আলম ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এছাড়াও মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু ও দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত।
সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
এদিকে নতুন কমিটি ঘোষনার পরপরই দর্শক সারির নেতাকর্মীদের একটি অংশ সম্মেলন স্থলের চেয়ার ভাংচুর করে। এ সময় চেয়ার ছুড়াঁছুড়ি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এই সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।