রাজশাহীর সমাবেশের মঞ্চে খালেদা-তারেকের জন্য ‘ফাঁকা’ চেয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৬:০৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগে। সমাবেশের মঞ্চে এখানেও থাকছে বেগম খালেদা জিয়া-তারেক রহমানের জন্য ‘ফাঁকা’ চেয়ার।
সমাবেশের মঞ্চে দেখা গেছে, এবারো সমাবেশে নেতাকর্মীদের চেয়ারের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য জন্য রয়েছে প্রতিকী চেয়ার। যেখানে রাখা হয়েছে তাদের ছবি।
সমাবেশের এই চেয়ারকে ঘিরে কাজ করছে নেতাকর্মীদের কৌতুহল আর উদ্দীপনা। অনেকে এই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার আর ছড়িয়ে দিচ্ছেন।
আয়োজকরা বলছেন, এমন চেয়ার রাখার মাধ্যমে দলীয় চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। চেয়ারপারসনকে মনে প্রাণে ধারণ করেন তারা।
গণসমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজশাহীর এ বিভাগীয় গণ-সমাবেশে ১৫ লাখ লোকের সমাগমের টার্গেট করেছে বিএনপি। বিএনপির দাবি, সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলা ও আশপাশের জেলা থেকে গণসমাবেশে ১৫ লাখের বেশি লোকের সমাগম হবে।
শুক্রবার গণসমাবেশস্থলের মঞ্চ পরিদর্শন করতে গিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার অভিযোগ করে বলেন, ‘সমাবেশে আসতে পথে পথে পুলিশ বাধা দিচ্ছে। পুলিশের বাধা উপেক্ষা করে লাখো নেতাকর্মী সমাবেশস্থলের আশপাশে এবং কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অবস্থান করছেন।’