রাজশাহীতে বিএনপির গণসমাবেশ : পথে পথে পুলিশি তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৭ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৩৮ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে গতকাল রাতে রাজশাহী রেল স্টেশনে ও তল্লাশি চালায় পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ, তল্লাশি করতে গিয়ে নেতাকর্মীদেরকে হয়রানি করছে পুলিশ। আবার অনেককেই রাজশাহী শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে।
এদিকে বগুড়ার গাবতলী উপজেলা থেকে কয়েক হাজার মোটরসাইকেল শোভাযাত্রাসহ সন্ধ্যার দিকে সভাস্থলে এসে পৌঁছায় বলে জানা গেছে।
বগুড়া থেকে আসার পথে দুপচাচিয়ার নিকট পুলিশি বাধায় পড়ে ঐ মোটরসাইকেল শোভাযাত্রা বহর। খোঁড়া যুক্তি দিয়ে আটকে দেয়া হয় মোটরসাইকেল বহরটি। আধা ঘন্টারও বেশিসময় নেতাকর্মীদের সাথে পুলিশ বাগ্বিতন্ডা করে অবশেষে মোটরসাইকেল বহর ছেড়ে দিতে বাধ্য হয়। গত বুধবার থেকে এই অবস্থা চালাচ্ছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, পুলিশি বাধা এবং হয়রানি উপেক্ষা করে এরই মধ্যে লক্ষাধিক নেতাকর্মী রাজশাহী শহরে প্রবেশ করেছেন। এরই মধ্যে অনেকেই রাজশাহী ঐতিহাসিক মাদ্রাসা মাঠের পাশে ঈদগা মাঠে গিয়ে অবস্থান নিয়েছেন। নেতাকর্মীদের থাকার জন্য তাঁবু টানানোর ব্যবস্থা করা হলেও পুলিশ প্রথমদিকে তাতেও বাধা প্রয়োগ করে। ফলে অনেক নেতাকর্মীকে রাতে খোলা আকাশের নিচে কাটাতে হচ্ছে।
এদিকে শুক্রবার সকালে রাজশাহী ঈদগাহ মাঠে সরেজমিন গিয়ে দেখা যায় কয়েক হাজার নেতাকর্মী তাঁবুর নিচে রাত কাটিয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচেও রাত কাটিয়েছেন। ঈদগা মাঠে বিএনপি নেতাকর্মীদের চলছে রান্না এবং খাওয়া-দাওয়া। এরই মধ্যে স্লোগান ও স্লোগানে নিজেদের উজ্জীবিত করে রাখছেন বিএনপি নেতাকর্মীরা।
নাটোরের নলডাঙ্গা থেকে আসা নাইমুল ইসলাম নামের এক কর্মী বলেন, সমাবেশে যোগ দিতে অনেক কষ্ট করে বৃহস্পতিবার রাজশাহী এসে পৌঁছান তিনি। রাস্তায় বিভিন্ন জায়গায় পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করে রাজশাহী এসে পৌঁছান তিনি। এরপর খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন। তার মতো অনেকেই খোলাআকাশের নিচে রাত যাপন করেন। পাবনার ঈশ্বরদী থেকে আসা নাজমুল হোসেন বলেন, তারা বুধবার রাতে এসে তাঁবু গেড়েছেন। সেই তাঁবুতে তারা অবস্থান করছেন। তাদের মতো অনেকেই তাঁবুর নিচে রাত যাপন করেছেন। শনিবার সমাবেশ শেষ করেই তারা বাড়ি ফিরবেন।