চুরি ও অস্ত্র মামলার আসামী ছাত্রলীগ সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৬ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৪৬ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সারাদেশে প্রতিশ্রুতিশীল সৎ, যোগ্য, পরিচ্ছন্ন নেতৃত্বে আসা নেতাদের নিয়ে কমিটি গঠন করার কথা হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কমিটিতে ঘটেছে ভিন্ন চিত্র। এখানে অস্ত্র মামলায় গ্রেপ্তার ও চুরিসহ একাধিক মামলার আসামী তানভীর আহমেদ রিয়াজকে করা হয়েছে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এতে উপজেলা সাধারণ জনগণ ও ভুক্তভোগী ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে চাঁদাবাজি, জোরপূর্বক অন্যের জমি দখল, সম্পদ লুটসহ জনগণের আতংক সৃষ্টিকারী ব্যক্তি তানভীর আহমেদ রিয়াজ।
তার বিরুদ্ধে রয়েছে রূপসীস্থ সিটি গ্রুপে চুরির মামলা। সেই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি তানভীর আহমেদ রিয়াজ। তাছাড়া এর আগে আশুলিয়া থেকে অস্ত্রসহ র্যাব তাকে আটক করে ভাটারা থানায় হস্থান্তর করে। ঐ মামলায় দীর্ঘদিন হাজতবাসও করে তিনি। একাধিক মামলার আসামী তানভীর আহমেদ রিয়াজকে রূপগঞ্জ থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করায় তৃণমূলে সমালোচনার ঝড় বইছে। রিয়াজ তারাবো পৌরসভার রূপসী গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয় সরকার দলীয় একটি সুবিধাবাদী চক্রের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশ ছাত্রলীগের রূপগঞ্জ থানা কমিটিকে কলুষিত করতে লেজুর ভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ত থাকা তানভীর আহমেদ রিয়াজ ও তার অনুসারী চক্র পেশীশক্তি ব্যবহার করতে বিতর্কিত ওই ব্যক্তিকে কমিটির শীর্ষ পদ পাইয়ে দেয়। এ নিয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক সমালোচনা চলছে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ রিয়াজ জানান, অতীতে তাকে প্রতিপক্ষের লোকজন সাজানো মামলায় জড়িয়েছে। তাছাড়া চাঁদাবাজির বিষয়টি সঠিক নয়।
তিনি আরো বলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পার নেতৃত্বে আমি ছাত্র রাজনীতি করে আসছি।