বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০১:০৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় গণসমাবেশ। নজিরবিহীন বিদ্যুৎ লোডশেডি, জ্বালানি ও ভোজ্য তেল ও নিত্য পণ্যেও অসনীয় মূল্যবৃদ্ধি, গণপরিবহনের অসহনীয় ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের হত্যার প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই গণসমাবেশ সফল করতে রাজশাহীর চারঘাট উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার রাতে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু, চারঘাট পৌর বিএনপি'র সাবেক সভাপতি কায়েম উদ্দিন সরকার, রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য আকবর আলী সরকার।
আরো উপস্থিত ছিলেন, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক জহুর, চারঘাট পৌর যুবদলের সাবেক সফল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান তিতাস, চারঘাট পৌর যুবদলের সাবেক যুগ-আহবায়ক আহসানুল হক রাজিব, চারঘাট পৌর যুবদলের সদস্য সচিব হাসান আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব জাহান রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আতিক হোসেন, ইউসুফপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিলন হোসেন ও চারঘাট পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম। সভা সঞ্চালনা করেন চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সরকার জনগণের উপর কঠিন শিলা হয়ে চেপে বসে আছে। তারা এখান থেকে আর হঠতে চাচ্ছেনা। জনগণের উপর সকল ধরনের নির্যাতন ও অত্যাচার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। বিনা ভোটের এই সরকার কখনো জনগণের মঙ্গল চায়না। সরকারের এসব অপকর্মের প্রতিবাদে দেশব্যাপি জনগণ ফুঁসে উঠেছে। বিএনপি এই জনগণকে নিয়ে যখন সরকারের এসব নানা অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করছে তখনই সরকারের পক্ষ থেকে বিরোধী দল ও সাধারণ জনগণকে দমনের জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দিয়ে গুলি করে নির্বিচারে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের হত্যা করছে।
আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে নির্যাতন ও খুন করছে। এসব আর চলতে দেয়া হবেনা। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ নীতিতে বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ চলবে বলে উল্লেখ করেন তিনি। আর এ জন্যই ৩ডিসেম্বরের রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সব থেকে বেশী গুরুত্বপুর্ন। এই গুরুত্বকে প্রাধান্য দিয়ে ঠিক সময়ের মধ্যে মাদ্রাসা মাঠে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে উপস্থিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হলুদ কার্ড দেখনোর জন্য আহ্বান জানান প্রধান অতিথি।
আলোচনা শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে বাজার ও চারঘাট এলাকার বিভিন্ন স্থানে জনগণের মধ্যে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন।