যুবদল নেতাদের আসামি করা ফ্যাসিবাদি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ : ময়মনসিংহ উত্তর জেলা যুবদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:২৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের গাড়ী বহরে হামলার ঘটনায় যুবদল নেতাদের আসামি করা ফ্যাসিবাদি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন উত্তর জেলা যুবদল।
আজ সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি, সাবেক ভিপি শামসুল হক শামছু ও সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব।
বিবৃতিতে তারা বলেন, গত ২২ নভেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে যাওয়ার পথে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্সের গাড়ী বহরে ফ্যাসিবাদি আওয়ামী লীগের হামলায় ৪টি গাড়ী ভাংচুর করা হয়। এতে যুবদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আহত হয়।
কিন্তু ঐ ঘটনায় ষড়যন্ত্রমূলক ভাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হক স্বপন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
উক্ত মামলায় উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন খান, আমিনুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ফকির বিপুল, সহ-সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক একেএম খালেদ মোশারফ সোহাগ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন শহীদ, সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।