রাজশাহী গণসমাবেশ সফল করতে বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:২৬ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে এবং বিভিন্ন দিক নিয়ে পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
সভায় উপস্থিত থেকে মতামত পেশ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সহকারী ও উপদেষ্টা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টিপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সহ-সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু।
আরো উপস্থিত ছিলেন, পাবনা সুজানগরের সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম।
সভায় মাঠ ও ষ্টেজ সাজসজ্জা, অতিথিদের আপ্যায়ন, উপস্থিত জনগণের নিরাপত্তা, রাতে থাকা, খাওয়া ও পানির ব্যবস্থা, নারীদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, আসন বিন্যাস, মাঠে সাংবাদিকদের সুযোগ সুবিধা ও বক্তব্য বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় নেতৃবৃন্দ সকল কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সমাধান করার প্রত্ব্যয় ব্যক্ত করেন।