সমাবেশে যাওয়ার পথে হামলায় আহত বিএনপির সাবেক এমপি শাহজাহানের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৭ পিএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৫৭ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
পটুয়াখালী -৩ (গলাচিপা -দশমিনা) সাবেক সাংসদ পটুয়াখালী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, গলাচিপা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, আলহাজ্ব মোঃ শাহজাহান খান গত ৫ নভেম্বর বরিশাল গণ-সমাবেশ যোগদানের সময় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলায় দুটি কিডনি অকেজো হয়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৮ নভেম্বর আজ সকল ১০ টায় ৭০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি'র সাবেক সংসদ শাহজাহান খান এর মৃত্যুর সংবাদ শুনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ হাসপাতালে যান এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুল ইসলাম শিমুল, বিএনপি আইনজীবি ফোরাম নেতা এডভোকেট নুরুল ইসলাম জাহিদ।
জানাজা নামাজের শিডিউলঃ-
প্রথম জানাজা আজ বাদ জহুর নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে।
২য় জানাজা আগামীকাল ২৯ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ে।
৩য় জানাজা মঙ্গলবার সকাল ১১ টায় দশমিনা উপজেলায়।
৪র্থ জনাজা বাদ জহুর গলাচিপা উপজেলায়।
৫ম জানাজা বিকাল ৩ টায় নিজ ইউনিয়ন চিকনিকান্দীতে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বাদ আছর নিজ বাবা মায়ের কবরের পাশে পারিবারিক কবরস্থান দক্ষিণ সুতাবাড়িয়া গ্রামে তাকে দাফন করা হবে।