খুলনা গণসমাবেশে আসার পথে হামলায় আহত বিএনপি কর্মী জিকোর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১১ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৩৬ পিএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
খুলনা বিভাগীয় মহাসমাবেশে ট্রলারযোগে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মী শেখ সাজ্জাদুল ইসলাম জিকো গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) মারা গেছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী শেখ সাজ্জাদুল ইসলাম জিকোর ফুলতলা উপজেলার পয়গ্রাম কসবা গ্রামের বাড়িতে যান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নেতৃবন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের কবর জিয়ারত করেন।
নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা এসেছেন এবং ভবিষ্যতে ওই পরিবারের পাশে থাকবে বিএনপি। খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এস এম শপিকুল আলম মনা এ তথ্য নিশ্চিত করেন।
মরহুম শেখ সাজ্জাদুল ইসলাম জিকোর পরিবারের সঙ্গে দেখা করার সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিএনপির সাবেক মাহসচিব ডা: গাজী আব্দুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবুসহ খুলনা মহানগর ও জেলা এবং ফুলতলা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, ফ্যাসিস্ট সরকার তার বিদায় মুহূর্তে মানুষের রক্ত নিয়ে খেলছে। এ খেলা অচিরেই বন্ধ হবে এবং জিকোর চাওয়া গণতন্ত্র, এদেশে প্রতিষ্ঠিত হবে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।
নেতৃবৃন্দ আরো বলেন, জিকোর রক্ত বৃথা যেতে পারে না। শিগগিরই খুনী সরকারের পতনের মধ্য দিয়ে এ দেশে তাবেদার মুক্ত সরকার প্রতিষ্ঠিত হবে এবং সকল খুন, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হবে।
গত ২২ অক্টোবর (মঙ্গলবার) খুলনা বিভাগীয় গণসমাবেশ আসার সময় শাসকদলের সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। ওই সময় চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়িতে ফিরলে আবারো তাকে মারপিট করে শাসকদলের সন্ত্রাসীরা। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ আসর মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান জিকোর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিএনপি নেতা জিকোকে হত্যা করেছে। একদিন এই হত্যাকান্ডের বিচার খুলনার মাটিতেই হবে। যারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদের সবাইকে আইনের মুখোমুখি হতেই হবে।