গণসমাবেশ সফল করতে কেশোরহাটে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:০২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসামবেশ সফল করার লক্ষ্যে আজ শুক্রবার রাজশাহী মোহনপুর উপজেলার কেশোরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল, লিফলেট বিতরণ করা হয় ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কেশরহাট পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এসময়ে তিনি বলেন, বিএনপি’র গণজোয়ার দেখে সরকার ভয় পেয়ে গেছে। এখন সরকারের মন্ত্রী ও এমপিরা ভূল বক্তব্যে শুরু করেছে। যেকোন সময়ে ক্ষমতা ছেড়ে এদেশ থকে পালাবে। বার তারা বুঝে গেছে তাদের হাতে আর কোনো ক্ষমতা নাই।
তিনি বলেন, দেশটাকে আমলাতান্ত্রিক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগ দেশটাকে আমলা এবং আইন শৃংখলা বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে। এজন্য দেশ থেকে গণতন্ত্র নিরুদ্দেশ হয়ে গেছে। এখন আমলা ও আইন শৃংখলা বাহিনীর ৯০ভাগ সদস্য আর সরকারকে সহ্য করতে পারছেনা। তারাও চায় একটা পরিবর্তন। আর এই পরিবর্তনের পাল তুলেছে বিএনপি। এই হাওয়া এক ঝটকায় এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, এই সরকারকে বিতারিত করতে এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ও দেশের জনগণকে এই স্বৈরাচার সরকারের কবল থেকে রক্ষা করতে বিএনপি সারাদেশে গণসমাবেশ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে তিন ডিসেম্বর গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সকল ধরনের বাধা অতিক্রম করে সকাল ৯টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আাব্দুর রাজ্জাক, কেশোরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মসিউর রহমান, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলি, যুবদলের আহবায়ক সাহিন আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।