ফরিদপুরে বিএনপির মিডিয়া সেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৭ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১৬ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জনগণের ভোটের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি জাতীয় নির্বাচনে বিজয়ী অথবা পরাজিত সকল রাজনৈতিক শক্তিকে নিয়ে ফ্যাসিবাদবিরোধী জাতীয় সরকার এবং দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন করতে চায়। জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তীতে জাতীয় সরকার ও দ্বি-কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তাগণ একথা বলেন।
আজ শুক্রবার বিকেলে প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। সভায় ৫ পাতার মূল প্রবন্ধ উপস্থাপন করে বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা স্থায়ীভাবে প্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সকল প্রতিষ্ঠানের নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা এবং সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন, ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে জুডিশিয়াল কমিশন, গণমাধ্যমের স্বাধীনতার লক্ষ্যে মিডিয়া কমিশন গঠন করাসহ রাষ্ট্রীয় কাজের নয়টি বিষয়ে সংশোধন করার কথা তিনি লিখিতভাবে পাঠ করেন। কিন্তু পথ যতই কঠিন হোক, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি সকল প্রতিকূলতা মোকাবিলা করেই এগিয়ে যাবে। এছাড়া জনগণের দাবি আদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তির প্রতি ক্ষমতাসীন অপশক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়ে জানিয়েছেন- হঠাও মাফিয় বাঁচাও দেশ।
সভা সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, মিডিয়া সেলের সদস্য আলী মামুদ, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সাহিদুন্নবী, জেলা আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, অ্যাডভোকেট আশুতোষ টিকাদার, কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক তারেক আইয়ুব খান, ডা. কাজী আরিফা বিনতে আশরাফ, অধ্যাপক সেলিমা সুলতানা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ অধ্যক্ষ সেলিম মিয়া, মোঃ লোকমান হোসেন, অ্যাডভোকেট মেহেরুননেসা স্বপ্না, প্রথম আলোর সাংবাদিক পান্না বালা, দৈনিক দিনকালের সাংবাদিক নুরুল ইসলাম আনজু, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. কেএম বাবর প্রমুখ।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধে বলা হয়, দেশের আইনসভার বর্তমান পরিকাঠামোর কারণে বিভিন্ন শ্রেণী-পেশার এমন অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব রয়েছেন যাদের রাজনৈতিক দলগুলো থেকে এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ খুবই সীমিত। আবার অনেকে বর্তমান কাঠামোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও রাখেন না। ফলে দেশ এবং দল বিভিন্ন শ্রেণী, পেশা, সম্প্রদায় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অনেক মেধাবী মানুষের রাষ্ট্র বিনির্মাণের ভূমিকা থেকে বঞ্চিত হয়। অথচ তাঁরা দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে সাধারণ সংসদ সদস্যদের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সাধারণ নির্বাচনের অনালোকিত গুরুত্বপূর্ণ শ্রেণী, পেশা ও জনগোষ্ঠীর কণ্ঠস্বর হতে পারেন উচ্চকক্ষে তাদের এসকল প্রতিনিধিরা। এই পরিপ্রেক্ষিতেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের লক্ষ্য ঘোষণা করেছেন। বিভিন্ন শ্রেণী-পেশার রাজনীতি সচেতন মেধাবী মানুষগুলোর চিন্তা ও কর্ম যাতে রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজে লাগানো যায় সেটি নিশ্চিত করতে বিএনপি 'দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়ছে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা।
সভায় অন্যান্যের মধ্যে প্রধান সমন্ধয়কারী ও মিডিয়া সেলের সদস্য ড. মোর্শেদ হাসান খান, সমন্ধয়কারী, মিডিয়া সেলের সদস্য ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা পেশাজীবি ঐক্য পরিষদের সভাপতি ডাঃ আলী আকবর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার বিভিন্ন পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা মতবিনিময় সভায় অংশ নেন। বক্তাগণ ভোটের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পরবর্তী সরকারের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।