

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:১৪ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে ও কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মশাল ও বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মশাল মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ নবীনূর ইসলাম নবীন, সাবেক সহ-সভাপতি মোঃ রাব্বি হাসান, সাবেক সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল চৌধুরী সোহেল, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান, ছাত্রদল নেতা আমীর উদ্দিন, ছাত্রদল নেতা রায়হান হোসাইন মিলটন, ছাত্রদল নেতা মোঃ মমিনুর রহমান, মোঃ আহাদ হোসেন, আরিফুল ইসলাম সহ আরো অন্যান্য নেতাকর্মী।