নয়ন হত্যার শপথ নিয়ে সব্বোর্চ ত্যাগ শিকার করতে হবে : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫২ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, গুম, খুনের সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে। কিন্তু বিএনপি তা কোন দিনই হতে দিবে না। ছাত্রদল নেতা নয়ন হত্যার শপথ নিয়ে সব্বোর্চ ত্যাগ শিকার করতে হবে। তাই আগামী দিনে সরকার পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে পুলিশ গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে জামালপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
দুপুরে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। আগামীতেও দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে হবে।
নির্বাচন নিশ্চিত করতে রাজপথে যদি আমাদের শরীর থেকে রক্ত দিতে হয়, কারো জীবন দিতে হয়, তার পরেও আন্দোলন করে এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো এবং দেশের গণতন্ত্র ও দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করবো।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।