অস্ট্রেলিয়ায় তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩৮ পিএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১৮ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা আজ রবিবার সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলোওয়াতে মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্নপুরুষ শহীদ রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের শাররিক সুস্থাতার জন্য এক বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো: মোসলেহউদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ কুদরত উল্লাহ লিটনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এম ডি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির আহম্মেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, মোহাম্মদ খোরশেদ আলম, কল সুধন যোসেফ ক্রুশ, অসীত ফ্রান্সিস গোমেজ, রাশেদুল ইসলাম, মোঃ শাকিল হোসেন, মোহাম্মদ শাহজাহান, আব্দুল মালেক, মোহাম্মদ ইউসুফ, বাচ্চু, মোহাম্মদ সাধীর, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ জাহাঙ্গীর, ইয়াসিন মোল্লা, মতিয়ার রহমান প্রমুখ।
বিএনপি অস্ট্রেলিয়া নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় দেশে বিদেশে সকলেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যেবদ্ধ। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবারো নতুন ভাবে স্বাধীনতা লাভ করবে।