রাজশাহীতে মহাসমাবেশ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৫ পিএম, ১৯ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে স্ট্রাইকিং সমাবেশ আক্ষ্যায়িত করে এখান থেকেই সরকার পতনের চুড়ান্ত আন্দোলন শুরু হবে বলে দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেছেন বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির দলনেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক রাজশাহী সিটি মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু।
আজ শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমাবেশ উপলক্ষে গঠিত মিডিয়া ব্যবস্থাপনা উপ-কমিটির আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন।
মিডিয়া ব্যবস্থাপনা উপ-কমিটির সদস্য সচিব সাবেক জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ইশা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, মিডিয়া উপ কমিটির সদস্য দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো চীফ আব্দুস সবুর, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদা হাবিবা।
এসময় অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের বগুড়া ব্যুরো প্রধান কালাম আজাদ,ব্যরিষ্টার ফারহানা পুতুল, ব্যরিষ্টার মাহাফুজুর রহমান মিলন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৌসুমী নাসরিন, অধ্যক্ষ আব্দুল্লা আল মাহামুদ সালাম, সদস্য তাজমুলতান টুটুল, মাহাফুজুর রহমান রিটন।
প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন এই মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত করতে ১৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন সাম্প্রতিক সময়ে এই সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি নেতৃবৃন্দের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগ তুলে মামলা দেয়া হচ্ছে। সাবেক মাহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলনের কাছে ইতমধ্যে ৪/৫ টি মামলার নোটিশ চলে এসেছে। জেলার মহনপুর উপজেলায় কেসের আসামী ৬/৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এমনিভাবে মিথ্যা মামলা দিয়েছে ৯টি উপজেলাতেই যাতে কেউজেন সমাবেশে না আসতে পারে। সেই সাথে প্রত্যেক নেতাকর্মীদের বাড়ীতে যাওয়া হচ্ছে তাদের সমাবেশে না যাওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।