দেশে উঠেছে হঠাও অবৈধ সরকার বাঁচাও দেশ : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৮ পিএম, ১৮ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:১৭ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী ৩রা ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগরের আয়োজনে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বক্তব্যে তিনি বলেন, চারিদিকে আওয়াজ উঠেছে, হটাও অবৈধ সরকার, বাঁচাও দেশ। রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের সাধারণ একজন কৃষকও এখন আর এই সরকারকে সহ্য করছে না।
তিনি বলেন, দেশে এখন মারাত্বক দুর্ভিক্ষ শুরু হয়েছে। পরিবারের সদস্যদের মুখে দুই বেলা খাবার তুলে দিতে অভিভাবকগণ হিমশিম খাচ্ছেন। প্রতিদিন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পাচ্ছে। আটার দাম ৭০ টাকার ঘরে পৌঁছে গেছে। চিনি ১০০ টাকার উপরে। চালও জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। শুধু তাই নয় এখন আবার নতুন করে ভোজ্য ও জ্বালানী তেলের দাম বৃদ্ধি করার পাঁয়তারা শুরু করেছে সরকার। শুধু তাই নয় উন্নয়নের ধুয়া তুলে শুধু রিজার্ভ ভেঙ্গে শেষ করে ফেলেছে। এ অবস্থায় দেশ এখন ক্রমন্বয়ে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে চলছে। এটা হলে কোটি কোটি লোক না খেয়ে মারা যাবে।
তিনি আরো বলেন, এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনে এখন দলীয় নেতৃবৃন্দের সাথে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়েছে। তারা আর এই সরকারকে একদিনের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। আর এই বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে আন্দোলনের কোনো বিকল্প নাই। যুগপৎ এই আন্দোলনে সবাইকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। সেইসাথে ৩ ডিসেম্বর রাজশাহী সমাবেশে নারী-পুরুষ উভয়কে সকাল থেকে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার পরামর্শ দেন তিনি। শেষে মহিলা দলকে দুরন্তগতিতে প্রচারণা করার জন্য উপস্থিত নারী নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানান তিনি।
মহিলা দল রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি নুরুন্নাহার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাক্ষ সকিনা খাতুন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য জাহান পান্না, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকাসানা বেগম টুকটুকি, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহিলা দল রাজশাহী মহানগরের সহ-সভাপতি নুরজাহান বেগম, সামসুন্নাহার, শাহানাজ পারভীন, জুবাইদা খানম রিতা, যুগ্ম আহ্বায়ক জান্নাতুন ফেরদৌস, নাসিরা খানম, গুলসান আরা মমতা, আলতাফুন নেসা পতুল, ক্রীড়া সম্পাদক ডেইজি ও সহক্রীড়া সম্পাদক লাবনীসহ মহিলাদলের আন্যান্য নেতৃবৃন্দ।