গণসমাবেশ স্থল মাদ্রাসা মাঠ পরিদর্শন
রাজশাহী শহর কানায় কানায় ভরে যাবে: মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১৬ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের দিন যতই ঘনিয়ে আসছে নেতাকর্মীদের মধ্যে ততই উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাচ্ছে। পরিদর্শন কালে গণসমাবেশের দলনেতা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, গণসমাবেশ সফল করতে রাজশাহী মহানগর, জেলা ও বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সমুহে রিতিমত প্রস্তুতিমূলক সভা চলমান রয়েছে। এই সমাবেশ জনসমুদ্রে পরিণত করার ঘোষনা নেতৃবৃন্দ পূর্বেই দেয়া হয়েছে। এ লক্ষ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
আজ রবিবার দুপুরে মাদ্রাসা মাঠ ও মঞ্চের স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, গণসমাবেশের মঞ্চ কমিটির আহবায়ক ও জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রোকনুজ্জমান আলম, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলী হোসেন, রায়হানুল ইসলাম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু ও বিএনপি নেতা অধ্যক্ষ বিপ্লব।
তিনি আরো বলেন, আটটি বিভাগের থেকে আরো দুইগুনের অধিক জনসমাগম রাজশাহীতে হবে। কানায় কানায় ভরিয়ে দেয়া পুরো রাজশাহী মহানগরী। বাধা ও পরিবহন বন্ধ করে সমাবেশের এতটুকু ক্ষতি এই অনির্বাচিত সরকার করতে পারবেনা। কারণ মানুষ জেগে উঠেছে। প্রতিদিন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ মহাবিপদে পরে গেছে। এখন মানুষ এই নিশি রাতের সরকারের কবল থেকে মুক্তি চায়। এ লক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে দেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। তারা সকল বাধা অতিক্রম করে যেমন অন্যান্য বিভাগের গণসমাবেশে হাজির হয়েছেছিলেন। তেমনি রাজশাহীর গণসমাবেশেও হাজির হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের ঘণ্টা বাজাবে বলে উল্লেখ করেন মিনু।
আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, চারঘাট বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালীসহ জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃৃবন্দ।