শেরপুরে মৃত যুবদল কর্মীর পরিবারের পাশে যুবদল সভাপতি মাসুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৭ পিএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০৯ পিএম, ২৬ অক্টোবর,শনিবার,২০২৪
গণ আন্দোলনে অংশ নেওয়া শেরপুরের মৃত যুবদল কর্মী আজমত আলীর পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।
আজ রবিবার (১৩ নভেম্বর) সকালে মৃত আজমত আলীর সদর উপজেলার হরিণধরা গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত হয়ে জেলা যুবদল সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ মৃত আজমত আলীর পরিবারের খোঁজ নেন এবং তাঁর পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। আজমত আলীর স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ই অক্টোবর ময়মনসিংহ বিভাগীয় মহাসমাবেশে শেরপুর জেলার সদর উপজেলার হরিণধরা গ্রাম থেকে আজমত আলী নৌকা যোগে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়। প্রচন্ড রোদের মধ্যে খোলা নৌকায় দীর্ঘ পথ পরিক্রমায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে আজমত। পরে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজমত মারা যান। বিএনপির নেতৃবৃন্দ প্রতিনিয়ত তাঁর (আজমত) পরিবারের খোঁজ খবর রাখছেন বলে জানান যুবদল সভাপতি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত আজমত আলীর এতিম সন্তানের জন্য নগদ অর্থ সহায়তা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুজ্জামান মুর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম দুলু, দপ্তর সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম বাবু, জেলা তাঁতীদলের আহবায়ক মোহাম্মদ লালন মোল্লা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান আনন্দসহ যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।