জনগণের সমর্থন থাকলে সরকার পরিবহন বন্ধ করতো না : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০১ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৫ পিএম, ১৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কোনো সমর্থন নেই। সরকারের সমর্থন থাকলে তারা পরিবহন করতো না। তারা মোকাবেলা করতো।
আজ শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউটশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ এই দেশটাকে কোথায় নিয়ে গেছে। চুরি ডাকাতি ধর্ষণ লুটপাট বেড়েই চলেছে। এই সব বন্ধ করতে হবে। এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে। আমি এর প্রতিবাদ করেছি। এখন তিনি আবার বলছেন দেশে দুর্ভিক্ষ হবে না।
মির্জা আব্বাস বলেন, দেশের রিজার্ভ খালি হয়ে গেছে। রেমিট্যান্স আসা কমে গেছে। বিএনপি এদেশে জনগণের বোঝা হয় নাই। কিন্তু তারা সিন্দাবাদের বোঝার মতো জনগণের ঘাড়ে এসে চেপেছে। তারা যে চুরির টাকাগুলো নিয়ে গেছে, দেশে তো দুর্ভিক্ষ হবেই। অভাব হবেই। এই বাংলাদেশ সোনার বাংলা। এবার যদি দুর্ভক্ষ হয়, তাহলে সেটি হবে রাজনৈতিক দুর্ভিক্ষ। এই রাজনৈতিক দুর্ভিক্ষ এদেশে কোনো দিন হয় নাই।
তিনি বলেন, আমরা যখন নির্বাচনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তখন তিনি আমাদের গলা চেপে ধরেন। গলা চেপে ধরার দিন শেষ। এই সরকার নিজেই ভোট দিয়ে দেয়। জনগণ ভোট দিতে পারে না।