রাজশাহীর গণসমাবেশ হবে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করার সমাবেশ : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৪ পিএম, ১২ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:২৮ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। রাজশাহী বিভাগীয় গণসমাবেশ হবে বাংলাদেশকে স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কবল থেকে মুক্ত করার সমাবেশ। এর আগে বলেছিলেন, আইএমএফের ঋণ লাগবে না। তাহলে এখন কেন নিচ্ছেন? কারণ, দুর্নীতি করে রিজার্ভ ফাঁকা করে ফেলেছেন। আইএমএফ থেকে লোন নিচ্ছে কেনো? চুরি-দুর্নীতি করে সব সাফ করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। সরকার দলীয় নেতাদের টাকা পাচারের কারণে দেশে দুর্ভিক্ষ। ‘টাকার অভাবে সরকার দেশে খাদ্য আমদানি করতে পারছে না। তাই সঙ্কট ক্রমেই ঘনীভূত হচ্ছে। দেশের টাকা লুট করে বিদেশে পাচার করার জন্য দেশে দুর্ভিক্ষ আসছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার যে কথা সরকার বলে আসছিল, সেটা সত্য ছিল না, এখন এটাই প্রমাণিত হচ্ছে। ব্যাংকগুলোতে ডলার সঙ্কটের কারণে ব্যবসায়ীরা এলসি করতে পারছে না। এক দুর্ভিক্ষের সাল গেছে ‘৭৪’ সাল। এখন আরেক ‘৭৪’ আসছে। মানুষের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে।
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার সকালে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির উদ্দোগ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, শুধু চাল , ডাল ও আটা নয় প্রতিটি পন্যেল মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় দেশের মানুষ এর সরকারের দুঃশাসন থেকে মুক্তি চায়। আর সেই মুক্তির কান্ডারী হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল আন্দোলন এগিয়ে চলছে। এই আন্দোলন দেখে ভীত হয়ে বিভিন্ন বিভাগীয় সমাবেশ বানচাল করতে বাধা প্রদান এবং সকল প্রকার যানবাহন বন্ধ করে দিয়ে জনস্রোত রুখতে না পেরে সরকার এখন ভীত হয়ে আবোল-তাবল বকতে শুরু করেছে।
তিনি বলেন, আমরা যে আন্দোলনটা করছি এটা আমরা বিএনপির জন্য করছি না। এই আন্দোলন আমাদের জনগণের জন্যে, জনগণের ভোটের অধিকার, জনগণের বাঁচার অধিকার, তাদের সভা-সমাবেশ করার অধিকারের জন্য। আমরা এই আন্দোলন করছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, কে এম মাহবুবুর রহমান হারেজ, মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলামসহ জেলা বিএনপির আওতাধীন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।