না’গঞ্জে পুলিশের গায়েবী মামলায় বিএনপির ৮০ নেতাকর্মীর হাজিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ পিএম, ৯ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়েরকৃত পুলিশের দায়েরকৃত গায়েবী (নাশকতার) মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবসহ বিএনপির ৮০ নেতাকর্মী।
আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন নেতাকর্মীরা।
মহানগর বিএনপি আহবায়ক আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গায়েবি মামলাটিতে বিএনপির নেতাকর্মীরা হাজিরা দিয়েছেন। এ ধরনের শত শত মামলায় প্রতিনিয়ত বিএনপি নেতাদের এই আদালতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হাজিরা দিতে হয়। আমরা আইনিভাবে এসব মামলা মোকাবেলা করছি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, ২০১৫ সালের দায়ের করা মামলাটি ভৌতিক বা গায়েবি মামলা হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। মানে ঘটনাই ঘটেনি এমন একটি ঘটনা কাগজে কলমে তৈরি করে আমাদের আসামি করা হয়েছে। আমরা এ মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছি। এরকম মিথ্যা নাটক সাজানোর ঘটনায় যারা দায়ী তাদের অবশ্যই একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।