রূপগঞ্জে মশাল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ছাত্রদল নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ পিএম, ৪ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:৩৯ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে আজ্ঞাবহ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের করা হামলায় অমিত হাসান অনিক (১৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে হামলার ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অনিক কাঞ্চন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মিছিল শেষে নেতাকর্মীরা যখন নিজ নিজ গন্তব্যের পথে ঠিক তখনই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেলে করে এসে আমাদের ওপর হামলা চালালে কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি অমিত হাসান অনিককে মারতে মারতে এক পর্যায়ে চলমান গাড়ীর নিচে ফেলে দেয়।
ছাত্রনেতা অমিত হাসান অনিককে তাৎক্ষণিক চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফেরত দেয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অমিত হাসান অনিক।
এই ঘটনায় আরোও আহত হয়েছেন আবু হানিফ, আপু মিয়া, আমির হোসেন, আব্দুল হালিম সানি, রাসেদুল মোল্লা, হৃদয় মীর, রাসেদুল ইসলাম প্রমূখ।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে মশাল মিছিল বের করে রূপগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলের প্রায় শেষ পর্যায়ে হঠাৎ লাঠিসোটা, রামদা ও রড নিয়ে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় আটজন আহত হন। গুরুতর আহতাবস্থায় ছাত্রদল নেতা অনিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অনিকের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আমির খসরু জানান, রূপগঞ্জ থানার ওসির সাথে কথা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি, ছাত্রদলের মিছিল শেষে প্রাইভেটকারের নিচে চাপা পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান তিনি।