তারেক রহমান ও ডা. জুবাইদার বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:১৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহ নগরীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।
এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৫টায় নগরীর নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করেন তারা।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় তাদের কর্মসূচি।
এই মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমিন খসরু ও সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মামলায় তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অবিলম্বে এই ফরমায়েশি পরোয়ানা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলনে সমোচিত জবাব দেওয়া হবে।
এদিকে একই দাবিতে পৃথক আয়োজনে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
এমিছিলের নেতৃত্ব দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল।
এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।