এই সরকারের আতংকের নাম তারেক রহমান : ওয়ারেছ আলী মামুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৯ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০১ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সাথে তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই সরকারের আতংকের নাম তারেক রহমান।
তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ও হামলা করে সভা, সমাবেশ ও সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না। এই সরকার যে কোন সময় ক্ষমতাচ্যুত হতে পারে ভেবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেছেন।
শহরের জরিনা মিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এখানে জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ার ইকবাল রোকন, গোলাম মোস্তফা মুকুল ও সাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।