তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:২৭ এএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় নোয়াখালী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ, সহ দপ্তর সম্পাদক মো: হেলালসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমান ও তার সহধর্মীনি আজ প্রায় পনেরো বছর দেশের বাইরে। সরকারের আক্রোশের বশবর্তী হয়ে তারা দেশে আসতে পারছেনা। তারপরও সরকার তাদের বিরুদ্ধে একের পর মামলা ও হুলিয়া দিয়ে যাচ্ছে। বর্তামানে দেশের ক্রান্তিলগ্নে বিএনপি ও সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। আন্দোলনে যখন দেশের আপামর জনতা একীভূত হচ্ছে, তথন সরকার তা দমন করার জন্য মামলা, হামলা ও গেপ্তারের পথে হাঁটছে।
বক্তারা আরো বলেন, হামলা করে, মামলা দিয়ে, গ্রেপ্তার করে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীদের দমন করা যাবেনা। যতই দিন ঘনিয়ে আসছে, সরকার পরিবর্তনের জন্য সাধারণ জনতা আরো সোচ্চার হচ্ছে। জনগণের চোখের ও মনের ভাষা সরকার বুঝতে পারছেনা। যদি বুঝতে পারতো তা হলে সরকার এতো বেপরোয়া হতো না। আন্দোলন যখন আস্তে আস্তে একটা প্ল্যাট ফর্মে আসার সময় হয়েছে,সরকার তা নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। সরকার বুঝতে পেরেছে যে অন্দোলন দেশব্যাপি হচ্ছে, তা দমন করতে না পারলে তাদের ভরাডুবি নিশ্চিত। তাই তারা বিএনপি ওদেশের মানুষকে নের্তৃত্ব শুণ্য করার জন্য করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান ও ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া। সরকার জানে তারেক রহমান দেশে আসলে তাদের মসনদ তছনছ হয়ে যাবে। আর তাই তারেক রহমান ও জিয়া পরিবারকে শেষ করার জন্য সরকার সব কিছুই করছে। তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম থালেদা জিয়ার সন্তান। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া দিয়ে সরকার তাদের মনোবাসনা পুরণ করতে পারবেনা। অবিলম্ভে তারেক রহমান ও ডা: জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারী পরোয়ানা প্রত্যাহারের দাবী জানান বক্তারা।