তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩৭ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫০ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
আজ বুধবার (০২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন।
বিক্ষোভ মিছিলটি জরিনামিয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সফিমিয়ার বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা যুবদলের সাবেক সদস্য মোখলেছুর রহমান ও সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার তারেক রহমানকে ভয় পায় বলে তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একই সাথে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ও হামলা করে সরকার পতনের আন্দোলনকে দমানো যাবে না। এই সরকার যেকোন সময় ক্ষমতাচ্যুত হতে পারে ভেবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সরকার পতনের আন্দোলনে যুবদলকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।