লাখো কোটি মানুষ তারেক রহমানকে ফিরিয়ে আনবে : এডঃ সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৪৬ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন। এই সরকারের পতন ঠেকিয়ে রাখা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঠিকই বাংলাদেশে ফিরে আসবেন। তার দেশে আসাকে রুদ্ধ করা যাবে না। এদেশের লাখো কোটি মানুষ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন। এবং এই অবৈধ সরকারকে এদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করবেন।
তিনি বলেন, বর্তমান সরকার জোর করে এদেশে ক্ষমতা থাকার জন্য সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতকে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। আদালতের উপর বন্দুক রেখে আজকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মহানগর বিএনপির পক্ষ থেকে এই মিথ্যা মামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানার বাতিল করারও দাবি জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে নগরীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) রাতে নগরীতে এ বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি মিশন পাড়া থেকে শুরু করে চাষাঢা চত্বর ঘুরে কালীরবাজার মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময়ে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, এম এইচ মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, কামরুল হাসান চুন্নু সাউদ, শাহিন আহমেদ, মাহমুদুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া,সহ- সাধারণ সম্পাদক আঃ জব্বার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরে ইলাহী সোহাগ, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, মহানগর তাঁতীদলের সদস্য সচিব ইকবাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সভাপতি, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ,সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ- সভাপতি হামিদুর রহমান সুমন, শাহিন শরিফ, সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল কিবরিয়া, নুর আহম্মেদ ভূঁইয়া সোহেল, যুবদল নেতা সাইফুল ইসলাম আপন,সম্রাট হাসান সুজন, মানিক বেপারী, ছাত্রদল নেতা মো. সুজন, আকাশসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দলের নেতাকর্মীরা।