নিশিরাতের সরকার বিএনপির সমাবেশে বাঁধা দেয়ার সক্ষমতা রাখেনা : সিলেট বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৬ পিএম, ১ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:৫৪ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির গণসমাবেশে আাসার আমন্ত্রণ জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা যেসব দাবীতে গণসমাবেশ করব তা শুধু বিএনপির দাবী নয়, এসব দাবী দেশের প্রতিটি জনগনের৷ তাই আমাদের সমাবেশে এসে দাবীগুলি শুনে যান, জনগনের ভাষা বুঝে যান। বিএনপির গণসমাবেশের গুরুত্ব সাধারণ জনগন বুঝে গেছে। তাই জনগন শতষ্ফূর্তভাবে এসব সমাবেশে অংশ নিচ্ছে। প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। শত বাঁধার পরও জনগনকে আটকে রাখছে পারছেনা। নিশিরাতের সরকার বিএনপির সমাবেশে বাঁধা দেয়ার সক্ষমতা রাখেনা। আওয়ামী লীগ লুটপাট করে দেশকে বসবাসের অযোগ্য করে দিয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে এই জালিম সরকাকে বিদায় দিতে হবে। তাই সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।
আজ মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১১টায় শহীদ সুলেমান হলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষে প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের মানুষ আওয়ামিলীগের দুঃশাসনে আজ অতিষ্ঠ। দেশবাসী এই ফ্যাসিস্ট সরকারকে আর চায় না। জাতির এই ক্রান্তিলগ্নে দেশ ও মানুষকে বাঁচতে হবে। আর দেশকে বাঁচতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী ভাবে মুক্ত করে দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করিয়ে দেশে জনগনের সরকার প্রতিষ্টা করতে হবে। এখন আর ঘরে থাকার সময় নেই। আগামী ২০ নভেম্বর সিলেট হবে জনসমুদ্রের শহর। তাই দলের সর্বস্থরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে গণসমাবেশকে সফল করতে হবে। এই সমাবেশ থেকেই সরকারের বিদায় ঘন্টা বেঁজে যাবে ইনশাআল্লাহ।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গফফার, সাবেক স্পেশাল পিপি এডভোকেট আশিক উদ্দিন আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
সভায় বক্তারা আগামী ২০ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অঙ্গ-সহযোগী সংগঠন ও ইউনিট নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুল হক চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জৈন্তাপুর উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, গোলাপগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুসিকুর রহমান মুহি, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুহেল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমাইয়ুন হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাজুল, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও যুগ্ন সম্পাদক শামসুল ইসলাম, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জকিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রনি আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, জেলা জাসাসের সিনিয়র যুগ্ন আহবায়ক জয়নাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুমকুম ফাহিমা, জেলা জাসাসের সদস্য সচিব রায়হান আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসলাম উদ্দিন প্রমুখ।