বিএনপির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন : ভিপি মাহবুব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩০ পিএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ১২:২৩ এএম, ১৩ নভেম্বর,
বুধবার,২০২৪
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, দেশে আজ নিরব দুর্ভিক্ষা চলতেছে, মানুষ অভাব কষ্টে দিনাতিপাত করছে, আর আওয়াশী লীগের নেতারা দেশের প্রতিটি সেক্টরে লুটপাটে ব্যস্ত। লুটপাটের ফলে দেশের অর্থনীতি আজ ধ্বংস হয় গেছে। তাই আওয়ামী লীগের এই দুঃশাসন থেকে মুক্তি পেতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করতে হবে, দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করা হবে। তাই সময় এসেছে রুখে দাঁড়াবার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। বিএনপির এই আন্দোলন দেশ রক্ষার আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। ফয়সালা রাজপথেই হবে।
আজ সোমবার (৩১ অক্টোবর) বিকেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগে বিএনপির গণসমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ১৫ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের আধাঁরে সাধারণ মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। তাদের বিচার হবেই একদিন এই মাটিতেই হবে ইনশাআল্লাহ।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তারা আগামী ২০শে নভেম্বরের গণসমাবেশ সফলের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, যুগ্ম আহবায়ক মাছুম ইবনে রাজ্জাক রোমেল, আবু আহমদ আনসারী, আবু সালেহ মোঃ তাহের, মুবিনুল হক চৌধুরী রাহী, আবুল হাশেম জাকারিয়া, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, সায়াদ আহমদ সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্য দের মধ্যে কামরুজ্জামান দিপু, বেলাল আহমেদ, ফাহিম আহমদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমদ, আমিরুল ইসলাম সলিড, শফিকুল ইসলাম, বিমল দেব, মিজানুর রহমান পাবেল, রায়হান আহমেদ, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, নুরুল হক মাছুম, সোহেল আহমদ, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কোরেশী, সোবহান আজাদ, আব্দুস সালাম, মোঃ সালাউদ্দিন, কাওসার আহমেদ রকি প্রমুখ।