নেত্রকোনায় আ.লীগ-জাতীয় পার্টি থেকে অর্ধশত নেতা-কর্মী বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ পিএম, ৩০ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:১০ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
গতকাল শনিবার (২৯ অক্টোবর) রাতে এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এসব নেতা-কর্মীকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান।
বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল কবির, বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন প্রমুখ। তাঁদের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মী বিএনপিতে যোগ দেন।
জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম আজ সকালে মুঠোফোনে বলেন, ‘গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালাচ্ছে। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন। গতকাল রাতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় পার্টির অন্তত ৫১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। অতীত কর্মকাণ্ড পর্যালোচনায় কোনো অসন্তোষ না থাকায় তাঁদের বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এর আগেও গত ১৩ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৪২ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।’
বিএনপিতে যোগ দেওয়া উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল কবির আজ বেলা সোয়া ১১টার দিকে বলেন, ‘জাতীয় পার্টির নিজস্ব কোনো নেতৃত্ব নেই। ক্ষমতাসীন দলের লেজুড়বৃত্তির দল হিসেবে এখন সবাই মূল্যায়ন করে। এ ছাড়া আমরা পারিবারিকভাবে বিএনপি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপিতে যোগদান করেছি।’
বিএনপিতে যোগদান করা বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে আমার অনেক ত্যাগ রয়েছে। দীর্ঘদিন ধরে দল করে কোনো মূল্যায়ন পেলাম না। দলে তৃণমূল নেতা-কর্মীদের মতের কোনো মূল্য নেই। এ ছাড়া বলাইশিমুল খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়া অভিযোগ এনে আমাকেসহ পরিবারের লোকজনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এসব কারণে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছি।’