বরিশালের গণসমাবেশেও মানুষের ঢল ঠেকানো যাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ২৯ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ১২:৪৩ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, পুলিশ কর্তৃক নির্যাতন ও হত্যার প্রতিবাদে ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সভায় বক্তারা বলেন, শত বাধা দিয়ে চট্টগ্রাম, খুলনা এবং রংপুরের গণসমাবেশে গণতন্ত্রকামী মানুষের স্রোত ঠেকানো যায়নি। আসন্ন বরিশাল বিভাগীয় গণসমাবেশেও মানুষের ঢল ঠেকানো যাবে না।
আজ শনিবার (২৯ অক্টোবর) বরিশাল বিভাগের ছয়টি জেলা বারের (বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা) ফোরামের আইনজীবীদের ‘প্রতিনিধি সভা’ বরিশাল আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মাদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন।
জয়নুল আবেদীন বলেন, শত বাধা উপেক্ষা করে চট্টগ্রাম, খুলনা এবং রংপুরে গণতন্ত্রকামী মানুষের স্রোত ঠেকানো যায়নি। আসন্ন বরিশাল বিভাগীয় গণসমাবেশেও মানুষের ঢল ঠেকানো যাবে না।
গণসমাবেশে আইনজীবীদেরকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই আইনজীবী নেতা আরও বলেন, জনগণ ও আইনজীবীদের অংশগ্রহণে এবং তাদের ঐক্যবদ্ধ আন্দোলনে এই স্বৈরাচারী সরকারের পতন হবেই।
অ্যাডভোকেট মহসিন মন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামাল।
এতে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভুইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
এছাড়াও বিএনপিপন্থী আইনজীবী আলী আজগর ফকির, মোহাম্মদ আলী, গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ, আবদুল্লাহ আল মাহবুব, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জসিম সরকার, মো, রমজান খান, কেআর খান পাঠান, সগির হোসেন লিয়ন, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, ব্যারিস্টার ইফতেখার মাহমুদ, আনিসুর রহমান রায়হান, কাজী মোস্তাফিজুর রহমান আহাদ, মো. কাইয়ূম, শেখ জুলফিকার আলম, এমদাদুল হানিফ, রেজাউল করীম রেজাসহ শতাধিক আইনজীবী।