গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত নেতা-কর্মিদের বাড়িতে অমিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৮ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৭:৪১ এএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে খুলনায় যাওয়ার পথে আওয়ামীলীগের সন্ত্রাসীদের হামলায় আহত দলীয় নেতা-কর্মিদের দেখতে ও খোজখবর নিতে তাদের বাড়িতে বাড়িতে গেলেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আল্হাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি আজ রবিবার (২৩ অক্টোবর) যশোর জেলা বিএনপি, কেশবপুর থানা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে প্রথমে সন্ত্রাসী হামলায় আহত উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কাস্তা গ্রামের বিএনপি নেতা মাজেদুর রহমানের বাড়িতে যান।
এরপর একে একে বিএনপি নেতা শহিদুল ইসলাম, জিরাবুল ইসলাম ও ত্রিমোহীনি ইউনিয়নের মির্জানগর গ্রামে যশোর জেলা ছাত্রদলের সদস্য আক্তারুজ্জামানের বাড়িতে যান এবং তাদের খোজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, থানা বিএনপি'র আহবায়ক মশিয়ার রহমান, যুগ্ম- আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, থানা বিএনপির যুগ্ম-আহবায় প্রভাষক আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবির সুমন, থাানা বিএনপি নেতা আলমগীর কবির বিশ্বাস প্রমুখসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
উল্লেখ্য, খুলনার বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গত শুক্রবার রাতে (২১ অক্টোবর) কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদের তত্বাবধানে কেশবপুর থেকে সমাবেশস্থলে যাওয়ার পথে খুলনার সেনাডাঙ্গা এলাকায় পৌছালে আওয়ামীলীগের সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা মাজেদুর রহমান, শহিদুল ইসলাম, জিরাবুল ইসলাম, রশিদুল ইসলাম. রেজাউল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, সোহাগ হোসেন, যশোর জেলা ছাত্রদলের সদস্য আক্তারুজ্জামান, যুবদল নেতা মিজানুর রহমানকে আহত হয়।