ফরিদপুরে বিভাগীয় সমাবেশ যেকোন মূল্যে সফল করার ঘোষণা প্রস্তুতি সভায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৫ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৫:৩০ এএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
সকল বাধার ব্যারিকেড অতিক্রম করে ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে বিপ্লব ঘটিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আজ রবিবার (২৩ অক্টোবর) বিকেলে নগরকান্দা-সালথা-কৃষ্ণপুর বিএনপির উদ্যোগে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে তালমা ইউনিয়নের কোনাগ্রামে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
এসময় শহিদুল ইসলাম বাবুল বলেন, মহাসমাবেশস্থলে প্রয়োজনে আগের রাত থেকেই অবস্থান নেয়া হবে এবং যেকোন মূল্যে মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তোলা হবে।
সালথা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও মহিলা দলের ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ,জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা,মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আজম খান, খন্দকার নাসিরুল ইসলাম, তালুকদার নাজমুল হাসান, মামুন অর রশীদ, রফিকুজ্জামান অনু, ফরিদুর রহমান মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা শফিকুর রহমান মিঠু।
সভায় বক্তাগণ বলেন, সারাদেশের মানুষ আজ জেগে ওঠেছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সকল জুলুম-নির্যাতনের অবসান চায় তারা।এ লক্ষ্যে নিত্যপণ্যসহ বিদ্যুৎ, তেল ও গ্যাসের অস্বাভাবিক উর্ধ্বগতি এবং নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ফরিদপুরের মানুষ সেদিনের মহাসমাবেশের জনসমুদ্রে অংশগ্রহণ করার জন্য অধীর অপেক্ষায় আছেন।তারা মহাসমাবেশে সকলকে যোগদানের জন্য উদাত্ত আহ্বান জানান।
সভায় জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা মহিলা দলের সভাপতি নাজনিন রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।