সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায় : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৪ পিএম, ১৯ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৯ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
সর্বক্ষেত্রে ব্যর্থ গণবিরোধী আওয়ামী সরকার সকল মহল থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
তিনি বলেন, পতনোন্মুখ এই সরকার নিজেকে রক্ষার জন্য সারাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা সারাদেশে বিরোধী মতের রাজনৈতিক কর্মীদের ওপর হামলা-মামলার পুরনো অস্ত্র ব্যবহারের পাশাপাশি নতুন করে নির্যাতন শুরু করেছে।
আবদুস সালাম অভিযোগ করেন, চলমান আন্দোলন কর্মসূচিগুলোতে জনতার বাধভাঙ্গা জোয়ার ঠেকাতে সরকার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তারা কর্মসূচিতে আগত নেতাকর্মীদের ওপর হামলা করে এ পর্যন্ত ৫ জনকে হত্যা এবং শত শত নেতাকর্মীকে আহত করেছে।
আজ বুধবার (১৯ অক্টোবর) বেলা ৩ টায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র এক জরুরী সভায় সভাপতির বক্তব্য দানকালে এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
নয়াপল্টনস্থ ভাসানী ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র কার্যালয়ে অনুষ্ঠিত এই জরুরী সভায় ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ছাড়াও গত সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থী ও নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।