মিথ্যা মামলায় মাগুরায় বিএনপি'র ২৭ নেতাকর্মী জেল হাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৩ পিএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৫৪ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
গত ২৭ আগস্ট ২০২২ তারিখে মাগুরা সদর উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলা ছাত্রদলের সভাপতি আব্দুল রহিম ও স্বেচ্ছাসেবক দলের নুর আলমের হত্যার প্রতিবাদে জেলা বিএনপি'র ভায়না মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলা করে বিএনপি'র জেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলি ও বোমা বিস্ফোরণে জেলা বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সৌরভ মোল্ল্যা মাগুরা সদর থানায় ৪২ জন বিএনপি'র নেতাকর্মীর নাম সহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে আঘাত, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের মামলা করে। যাহার মামলা নং মাগুরা জিআর ২২৯/২২। ঘটনার দিনেই যুবনেতা সৈয়দ কুতুব উদ্দিন রানা সহ ৫ জনকে আটক করে এবং দীর্ঘ এক মাস কারা ভোগের পর জামিনে মুক্তি পায়।
এজাহারভুক্ত বিএনপি'র নেতাকর্মী মহামান্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়ে আজ ১৩ অক্টোবর আগাম জামিন প্রাপ্ত বিএনপি নেতাকর্মীর মধ্যে পৌর বিএনপির আহবায়ক কিজিল খান, বিএনপি নেতা পিকুল খান, যুবনেতা শান্তি খান, ছাত্রনেতা আব্দুর রহিম ও সবুজ সহ ২৭ জন মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা বলেন, মিথ্যা বানোয়াট মামলায় বিএনপি নেতা কর্মীদের জেলে ভরে সরকার পতন ঠেকানো যাবে না। জয় আমাদের হবেই, "ইনশাআল্লাহ"।