ফেনীতে বিএনপির গাড়িবহরে হামলা, ১৫ গাড়ি ভাঙচুর, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১২ পিএম, ১২ অক্টোবর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:২৯ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
ফেনীতে বিএনপির গাড়িবহরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
আজ বুধবার দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছে দলটি। এ সময় অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর এবং অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
ফেনীর দাগনভূঁঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মিরসরাই নিজামপুর কলেজের সামনে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ে এসে লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে গাড়িতে থাকা অধিকাংশ বিএনপি নেতা-কর্মী দিগি¦দিক পালিয়ে যায়। এ সময় কমপক্ষে ৭টি গাড়ি ভাঙচুর করা হয়। বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হয়। পরে তারা ব্যক্তিগতভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের দিকে চলে যায়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে জেলার ও মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বহনকৃত ১৫ গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম তিনি জানাতে পারেননি।
তিনি আরও বলেন, শতবাধা বিপত্তি উপেক্ষা করে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনে করে ফেনী থেকে প্রায় ১০ হাজার নেতা-কর্মী বিভিন্নভাবে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছে। কোনো বাধাই তাদের আর দমিয়ে রাখতে পারবে না। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে। হামলা ও ভাঙচুরের বিষয়ে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ খোন্দকার বলেন, আমি কিছুটা অসুস্থ, আজ বাসা থেকে বের হইনি। বিএনপির ঘটনার সাথে কে জড়িত আমি জানি না, আপনি আমাদের অন্য কোনো নেতার সাথে কথা বলে দেখতে পারেন।